মাস ছয়েক আগে তৈরী লক গেট ভাঙলো জলের তোড়ে

1st October 2021 2:43 pm বাঁকুড়া
মাস ছয়েক আগে তৈরী লক গেট ভাঙলো জলের তোড়ে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  নির্মাণকাজ শেষের ছ' মাসের মধ্যেই জলের তোড়ে ভেঙ্গে গেল লক গেট। পাত্রসায়রের পাঁচ পাড়া গ্রামের ঘটনা। আর এনিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তর্জা।

পাত্রসায়ের ব্লক এর পাঁচ  পাড়া গ্রামে দামোদর ও শালী নদীর সংযোগ খালের ওপর মাত্র ছ' মাস আগে নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি লক গেট তৈরী করা হয়।  শুক্রবার সকালে শালী নদীর জলের তোড়ে ভেঙ্গে পড়লো সেই লকগেট  ফলে স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা দাবি করছেন নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল লক গেট। আর এই সুযোগে শাসক দলকে বিঁধতে ছাড়ছেনা বিজেপিও। তাদের দাবি, 'উন্নয়নের নামে ভেজাল চলছে'। ভেজাল না থাকলে শাসক দলের নেতারা খাবে কি বলেও প্রশ্ন তোলেন তারা।

নিম্নমানের সামগ্রী নয়, এর পিছনে ডিভিসির মাত্রাতিরিক্ত জল ছাড়াকেই দায়ী করছে তৃণমূল।  তাদের দাবি ঐ লকগেট কেন এই জলের তোড়ের কাছে হার মানতো হাওড়া ব্রীজও।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।